বাংলাদেশের সকল শিশুর জন্য আশা ও ন্যায্যতার স্বর্ণালি ৫০ বছর উপলক্ষে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর এডিপি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ। ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের এরিয়া ম্যানেজার মিল্টন সিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মিলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রোগ্রাম অফিসার বিপ্লব আইজ্যাক সরদার, প্রোগ্রাম অফিসার পলিন সরদার প্রমুখ।