হোম > ছাপা সংস্করণ

ইজতেমা ময়দানে জুমার নামাজে মানুষের ঢল

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ৪৩তম সরুগ্রাম ইজতেমার দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। ইজতেমা ময়দানে এ দিন জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজে অংশ নিতে গতকাল সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে।

জুমার নামাজের খুতবা শেষে ইমামতি করেন সৌদি আরবের মুরব্বি হজরত মাওলানা শেখ সালেহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ ওয়ালিউল্লাহ।

আজ শনিবার ইজতেমা শেষ হবে। ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমা ময়দানে মুসল্লিদের অবস্থান নেওয়ার জন্য ৩৬টি পয়েন্ট করা হয়েছে। প্রতিটি পয়েন্টে আগে থেকেই ওপরে শামিয়ানা টানানো হয়েছে। নিজ নিজ এলাকার মুসল্লিরা একসঙ্গে সেখানে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। এ ছাড়া সেখানে সৌদি আরব, ভারত ও নেপালের মুসল্লিরাও আছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, ইজতেমা ময়দানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। এখানে অবস্থান নেওয়া মুসল্লিদের জন্য গোসল, টয়লেট ও অজুর জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ