হোম > ছাপা সংস্করণ

দেশে ফিরেও যাওয়া হলো না বাড়ি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

ছয় বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগরপথে মালয়েশিয়া গিয়েছিলেন কক্সবাজারের উখিয়ার উত্তর পুকুরিয়া গ্রামের তরুণ মোহাম্মদ ফোরকান। দীর্ঘদিন পর গত রোববার দেশে ফিরে আসেন তিনি। কিন্তু তাঁর বাড়ি যাওয়া হয়নি। একই দিন বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফোরকানের পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থাকাকালীন ফোরকান দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েন। বৈধ অভিবাসী না হওয়ায় সেখানে তিনি সুচিকিৎসা নিতে পরছিলেন না। এ অবস্থায় চিকিৎসার আশায় গত রোববার দেশে ফিরে আসেন। কিন্তু কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর জন্ডিসের প্রভাবে তীব্র রক্ত শূন্যতা দেখা দেয়। তাই ফোরকানকে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর ফোরকান মারা যান।

এদিকে ফোরকানের ঠোঁটে ক্ষত থাকায় মৃত্যুর পর কক্সবাজার সদর মডেল থানায় হাসপাতাল থেকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক মানিক কুমার চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। লাশের সুরতহাল করেছি। সুরতহালের প্রতিবেদন পর্যবেক্ষণের পর ফোরকানের মৃত্যু স্বাভাবিক মনে হয়েছে।’ তাই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ফোরকানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করছেন তাঁর স্বজনেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ