হোম > ছাপা সংস্করণ

ধুনটে শতবছরের বউমেলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এমন দিনে বসেছিল জমজমাট শারদীয় বউমেলা। বগুড়ার ধুনট পৌর এলাকার সরকারপাড়ায় প্রায় ১৩২ বছর ধরে বসে এই মেলা।

ইছামতী নদীতীরের এই মেলা থাকে স্থানীয় বাসিন্দাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গতকাল দুর্গাপূজার দশমীর দিনে বসে মেলা। মেলায় আসা মানুষের ৯৫ শতাংশই নারী। এ জন্য এটি বউমেলা নামে পরিচিত।

দেবী দর্শনের পর নারীরা ঢুকে পড়েন মেলায়। চারদিক থেকে বাঁশের বেড়ায় ঘেরা এ মেলায় পুরুষের ঢোকার অনুমতি নেই। মেলায় মেয়েদের প্রসাধনীসামগ্রী উপজীব্য হলেও শিশুতোষ খেলনা ও গৃহস্থালিপণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এ ছাড়া মেলায় ছিল খই, মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপি, পাঁপড় ভাজা, নানা ধরনের মিষ্টান্নসহ নানা রকমের খাবার।

মেলার বাইরে অপেক্ষা করেন পুরুষেরা। উৎসবের আয়োজন শুধু মেলাপ্রাঙ্গণেই সীমাবদ্ধ নয়। মেলা উপলক্ষে জামাতা ও আত্মীয়স্বজনদের আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজ আছে।

মেলায় আসা সুনন্দা রানি জানান, মেলা উপলক্ষে বাবার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছেন। এখানে এলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে তাঁর।

মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার জানান, এক দিনের এ মেলা শারদীয় দুর্গোৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়। দশমীর দিনে এ মেলা হয়। শত বছরের বেশি সময় সরকারপাড়ায় ঐতিহ্যবাহী এ মেলা বসে। দূর-দূরান্ত থেকে মানুষ এ মেলায় এসে আনন্দ ভাগাভাগি করে। দেবী বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, পূজা এবং মেলা উপলক্ষে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ