চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের দুর্ঘটনার স্থান হাজির মোড়ে লেভেল ক্রসিংয়ে অস্থায়ী গেট নির্মাণ করেছে পৌরসভা। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় রেল কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি।
গত সোমবার সকালে হাজির মোড় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নছিমনের তিন যাত্রী নিহত হওয়ার এক দিন পর জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে এই গেট নির্মাণ করার উদ্যোগ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মো. মোখলেসুর রহমান। দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় তিনি তিন প্যানেল মেয়রকে এ কাজ তদারকি করার দায়িত্ব দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, পৌরসভার উদ্যোগে রেললাইন ক্রসিং রাস্তার উভয় পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে জনতে চাইলে আলীনগর মহল্লার গোলাম কবির এ উদ্যোগ নেওয়ায় মেয়রকে সাধুবাদ জানান। লেভেল ক্রসিং নির্মাণের ফলে ট্রেন দুর্ঘটনা কমবে এবং এলাকাবাসী সচেতন হবে। তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষকে লেভেল ক্রসিং স্থায়ীভাবে নির্মাণে এগিয়ে আসতে হবে।
হাজির মোড় রেলক্রসিং নির্মাণে তদারকির দায়িত্বে এ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ বলেন, গত সোমবার এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হন। তিনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে তিন প্যানেল মেয়রসহ তাঁকে পরামর্শ দেন অস্থায়ী গেট নির্মাণের জন্য। দুর্বল ব্যবস্থার কারণে পৌরসভার উদ্যোগে গত মঙ্গলবার হাজির মোড়ে অস্থায়ী লেভেল ক্রসিং নির্মাণ করা হয়েছে। আরেকটি জনবহুল মোড় বিদিরপুরেও অস্থায়ী লেভেল ক্রসিং নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, এখানে ট্রেনের শিডিউল অনুযায়ী পৌরসভার আনসার বাহিনীর সদস্যরা পালাক্রমে ডিউটি পালন করবেন।