হোম > ছাপা সংস্করণ

জন্মসনদ সেবায় প্রথম মনিরামপুর পৌরসভা

মনিরামপুর প্রতিনিধি

জন্ম-মৃত্যুসনদ সেবায় একেবারে পিছিয়ে ছিল মনিরামপুর পৌরসভা। জেলা প্রশাসক কার্যালয়ের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা এর আগে কখনো অর্জন করতে পারেনি এ পৌরসভা। হঠাৎ জন্ম-মৃত্যুসনদ সেবায় আমূল পরিবর্তন হয়েছে এখানে। জেলা প্রশাসকের দপ্তর থেকে সদ্য প্রকাশিত তালিকায় এ সেবায় জেলার সব ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে মনিরামপুর পৌরসভা।

গত মঙ্গলবার প্রকাশিত চলতি মাসের ১ থেকে ১০ তারিখের ফলাফলে দেখা গেছে, জেলার প্রথম ২০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৬ দিন থেকে ১ বছর বয়সী শিশুর জন্ম সনদ বিতরণে প্রথম স্থানে রয়েছে মনিরামপুর পৌরসভা।

গত ১১ দিনে জেলা প্রশাসকের দপ্তর থেকে মনিরামপুর পৌরসভাকে ৪৬ দিন থেকে ১ বছর বয়সী শিশুর জন্মসনদের জন্য ৪৭ জনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে পৌরসভা ১৩০ জনের জন্মসনদ দিতে সক্ষম হয়েছে; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩টি বেশি। মৃত্যুসনদে ১৩ জনের লক্ষ্যমাত্রা বিপরীতে ১৮ জনকে সেবা দিতে সক্ষম হয়েছে এ পৌরসভা।

এ দিকে শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্মসনদ বিতরণে বরাবরের মতো এবারও জেলায় সব ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন। আর চতুর্থ স্থানে রয়েছে মনিরামপুর পৌরসভা। এ ছাড়া সেরা দশের এ তালিকায় মনিরামপুরের মনোহরপুর, চালুয়াহাটি ও নেহালপুর ইউনিয়নের নামও রয়েছে।

জন্ম-মৃত্যুসনদ বিতরণে দুই ক্যাটাগরিতে মনিরামপুর পৌরসভার প্রথম ও চতুর্থ স্থান অর্জন গেল ১৩ বছরে এবারই প্রথম। এর আগে ২০০৮ সালে চালু হওয়া এ সেবায় কোনোবারের ঘোষিত তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যায়নি। আর পৌরসভার এ সেবায় এমন অর্জন সম্ভব হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর আন্তরিকতায়। এমনটি মনে করেন পৌরসভা কার্যালয়ের উদ্যোক্তা সবুজ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও মনিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘দুই মাস আগে পৌরসভায় যোগ দিয়েছি। গত সপ্তাহে জন্ম-মৃত্যুসনদ সেবা জোরদার করতে উদ্যোক্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। এর পর থেকে ৫-৬ জন উদ্যোক্তা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ