হোম > ছাপা সংস্করণ

বিশ্বাস করুন আপনি পারবেন

মুসাররাত আবির

কারোর কাছে ক্ষমা চাইবেন না

আপনার নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য কারোর কাছে ক্ষমা চাইবেন না। ঘরেবাইরে প্রতিনিয়ত নারীরা নানান লিঙ্গবৈষম্য, বয়সবৈষম্য এবং কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বয়স কোনো বাধাই নয়

কখনো বয়স নিয়ে ভাবিনি। বয়স কোনো বাধাই নয়। সমাজের চোখে নারীদের ত্রিশোর্ধ্ব হয়ে যাওয়া মানেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে আনা। এ যেন একটা অদৃশ্য ঘড়ি, যা তাদের তাড়া দিচ্ছে।

বিশ্বাস করুন আপনি পারবেন

শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। পরিশ্রম করে যান। আপনি যদি আপনার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান, তবে অবশ্যই তা বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে আপনি অবশ্যই পারবেন।

নারী জাতির মুক্তি পেতে হবে

ত্রিশ থেকে চল্লিশোর্ধ্ব নারীরা যেন শুধু মা, স্ত্রী কিংবা সবার দেখভালের কাজ করে যান। অথচ তাদেরও সন্তানের দেখভাল শেষে ছুটির প্রয়োজন আছে। নিজের বৃদ্ধ মা-বাবার দেখাশোনা শেষে বিশ্রামেরও প্রয়োজন হয়। সমাজে, কর্মস্থলে, শিক্ষাক্ষেত্রে অবাধে চলাফেরার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা নারীদের সার্বক্ষণিকভাবে বিচলিত করে রাখে। ভীতসন্ত্রস্ত এই নারী জাতির মুক্তি পেতে হবে।

অন্যের ইচ্ছেগুলো নিজের ওপর চাপিয়ে দেবেন না

কখনো অন্যের ইচ্ছেগুলো নিজের ইচ্ছার ওপর চাপিয়ে দেবেন না। নারীদের এগিয়ে যেতে হলে আগে নিজেকে মানুষ ভাবতে হবে। কর্মক্ষেত্রে নারীর সব অধিকার প্রতিষ্ঠা করে নারীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকাটাও জরুরি।

কারও ‘না’ শুনবেন না

আপনি কে বা কী হবেন, তা ঠিক করার অধিকার শুধু আপনার। এবং নিজের দায়িত্বগুলো সমর্থন করুন। একজন ছেলের বেলায় এই প্রশ্নটি চিন্তার বিষয়বস্তু না হলেও একজন মেয়ের বেলায় তা চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আমি নিজেও নারী হিসেবে অনেক বাধার সম্মুখীন হয়েছি। আপনারা যখন নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন, তখন কারও ‘না’ শুনবেন না।

বয়স কখনো আপনার যোগ্যতা বিচার করতে পারবে না

আমাকে আমার কর্মজীবনে অনেকবার বলা হয়েছে, ‘ওহ, আপনি খুব ছোট, এখন আপনার পালা নয়, তারা আপনার জন্য প্রস্তুত নয়, আপনার মতো কেউ এটি আগে করেনি।’ আমি আমার কর্মজীবনে অনেকবার এসব কথা শুনেছি; কিন্তু আমি এগুলো কানে তুলিনি। আপনার লিঙ্গ যা-ই হোক না কেন, আমি আপনাকে এসব না শুনতে উৎসাহ দেব। বয়স কখনো আপনার যোগ্যতা বিচার করতে পারবে না।

আমিই শেষ নই

আমিই শেষ নই। আজকের কন্যাশিশুরা দেখছে নারীদের জন্য এটি একটি অপার সম্ভাবনা। স্বপ্ন দেখ। নিজেকে এমনভাবে তৈরি কর, যা কেউ আগে কখনো দেখেনি বা করেনি। জীবনে জয়ী হতে অদম্য লড়াই করতেই হয়। আমিই যার দৃশ্যত প্রমাণ।

সূত্র: এমএসএনবিসি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ