হোম > ছাপা সংস্করণ

বাগদানের ঘোষণা দিলেন বিদ্যা সিনহা মিম

গতকাল ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। সারা দিন অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু সারা দিনেও জানতে দেননি নিজের বাগদানের কথা। দিন শেষে রাত ৯টায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে নিজের বাগদানের কথা জানান মিম। হবু বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে মিম জানিয়েছেন, তাঁদের সম্পর্কের শুরু ছয় বছর আগে।

অবশেষ বাগদানের মাধ্যমে আজকের (গতকাল) বিশেষ দিনে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাঁরা। কিন্তু পাত্রের নাম বা অন্য কোনো তথ্য উল্লেখ করেননি।ক্যাপশনে বর-কনের পোশাক ও মেকআপের জন্য একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন মিম, সেই সঙ্গে ধন্যবাদ জানান চিত্রগ্রাহকসহ পুরো টিমকে। কিন্তু এই ঘোষণার পর মিমের ফোনে বারবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে, পুরো বিষয়টি নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়।

অনেকেই ধারণা করছেন, এটা কোনো ফ্যাশন হাউসের প্রচারণার কৌশলও হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ