হোম > ছাপা সংস্করণ

দাঁড়িয়াবান্ধায় জমজমাট বালিয়াডাঙ্গার মাঠ

সাতক্ষীরা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা (গাদন) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা যুব কমিটির আয়োজনে গত রোববার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত খেলায় মোট ৮টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে—নীলিখালী, কাশেমপুর, ঝাপাঘাট, বালিথা দক্ষিণপাড়া, বালিথা সরদারপাড়া, মেল্লেকপাড়া, তলুইগাছা ও জোড়দিয়া।

ফাইনালে কলারোয়া উপজেলার ঝাপাঘাট দল সাতক্ষীরা সদর উপজেলার নীলিখালী দলকে ১-০ গাদনে পরাজিত করে। খেলা পরিচালনা করেন সাংবাদিক শহিদুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী ঝাপাঘাট দল পায় একটি ২৪ ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন। রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেওয়া হয়। খেলায় সর্বোচ্চ গাদনদাতা নীলিখালী দলের খেলোয়াড় আল আমিন পান বিশেষ পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা রং-তুলি আর্টের স্বত্বাধিকারী মো. মহিবুল্লা। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সময় ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল। বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মজনুর রহমান মালী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন আগরদাঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সামছুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ