হোম > ছাপা সংস্করণ

ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আয়েশা আক্তার মানিক (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১৫ নম্বর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আয়েশার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে, স্থানীয়দের মধ্যে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দার জানান, ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. তুহিন পাটওয়ারীর সঙ্গে একই উপজেলার রুস্তুমপুর গ্রামের হাবীব উল্যা পোদ্দারের মেয়ে আয়েশা আক্তার মানিকের বিয়ে হয়। তাঁদের আসমা আক্তার নামে ৩ মাসের একটি মেয়ে রয়েছে। ঘটনার দিন আয়েশার স্বামী তাঁর মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বাড়িতে এসে দেখেন আয়েশার লাশ বিছানায় পড়ে আছে।

এদিকে আয়েশার স্বামী মো. তুহিন পাটওয়ারী বলেন, তাঁর স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তিনি। পরে তাঁকে নিচে নামিয়ে বিছানায় শুয়ে রাখেন।

এ ছাড়া গত কয়েক দিন যাবৎ তাঁর স্ত্রীর গতিবিধি রহস্যজনক ছিল। মুঠোফোনে স্ত্রী একাধিক লোকর সঙ্গে কথা বলতেন বলেও তুহিন দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য মমিন উল্যাহ পাটওয়ারী বলেন, আয়েশার স্বামী তুহিন পাটওয়ারী সৌদি প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তাঁর প্রথম স্ত্রী ৩ কন্যা সন্তান রেখে মারা যান।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে আয়েশার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ