হোম > ছাপা সংস্করণ

অস্ত্রসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৭। গত বৃহস্পতিবার উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাহাদাত হোসেন জীবন (২১) ও জঙ্গল খাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান (২২)।

র‍্যাব-৭–এর সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, গত বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাহাদাত হোসেন জীবনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয় সাহাদাত হোসেন জীবনও মিজানুর রহমানকে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরন খাইন এলাকার কামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ ইব্রাহিম (৩২)।

পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, গত বৃহস্পতিবার র‍্যাব-৭ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ