হোম > ছাপা সংস্করণ

সড়কে খানাখন্দে ভোগান্তি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ

বাবুগঞ্জের রহমতপুর বাজারের মূল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ব্যবসায়ী ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ।

এই সড়কের পাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়। উপজেলা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ এই সড়কটি। তবে খানাখন্দের কারণে সড়কটিতে পানি জমে থাকায় চলাচলে সমস্যা হচ্ছে যানবাহন ও পথচারীদের।

রহমতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. ফরিদ হোসেন বলেন, বাজারের এই মূল সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দিয়ে ঐতিহ্যবাহী রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয়, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা পরিষদে সেবা নিতে আসা হাজার হাজার লোক যাতায়াত করেন।

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার মাহমুদ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য বহুবার উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম বলেন, ‘সড়কগুলো সংস্কারের দায়িত্ব উপজেলা প্রকৌশল অধিদপ্তরের। আমি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ সড়কটির বিষয়ে কথা বলেছি। আবারও কথা বলব। ভাঙা সড়কে সাধারণ মানুষের মতো উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কগুলোর দ্রুত সংস্কার জরুরি।

বাবুগঞ্জ এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে। অচিরেই সংস্কার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ