এ যেন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর! এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি। পরনে কালো পোশাক। সাদাকালো ছবিতে উজ্জ্বল কবিগুরু। ছবি দেখে বোঝার উপায় নেই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নয়, উনি আসলে রবীন্দ্রবেশী অনুপম খের। গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দেন এ বলিউড অভিনেতা। নিজের পোশাক, সাজসজ্জায় রবীন্দ্রনাথকে নিখুঁতভাবে তুলে ধরেছেন অনুপম। নতুন লুক প্রকাশ করে অনুপম জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
তবে সিনেমার কী নাম, কে পরিচালনা করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবনের কোন অংশটি পর্দায় তুলে ধরা হবে—কিছুই জানাননি অনুপম খের। সঠিক সময়ে বিস্তারিত জানানোর আশ্বাস দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেবের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। আমি গর্বিত, পুলকিত। সঠিক সময়ে সবটা জানাব।’
এর আগে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম। এ ছাড়া দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এমন অনেক কাজ উপহার দিয়েছেন তিনি, যা তাঁকে দিয়েছে ভার্সেটাইল অভিনেতার তকমা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে দর্শকের মন কতটা জয় করতে পারেন অনুপম, সেদিকে নজর থাকবে সবার।