গাইবান্ধায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গতকাল সোমবার দলীয় কার্যালয়ের সামনে শহর ও সদর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহর বিএনপির আহ্বায়ক মো. শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সদর থানা আহ্বায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সহসভাপতি মোর্শেদ হাবীব সোহেল, সাবেক সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, অ্যাড মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা অ্যাড হানিফ বেলাল, ডা. আসাদুজ্জামান সাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক শাহজালাল সরকার খোকন প্রমুখ।