ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত মাসুদ হত্যা মামলার আসামি মাধব আলীর বাড়ি থেকে দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়ার গ্রাম থেকে এসব দেশি অস্ত্র জব্দ করা হয়।
এর মধ্যে স্টিল দিয়ে বানানো ১১টি বুকের ঢাল, হাতে ও পায়ে লাগানোর জন্য ৮টি স্টিলের সেফ গার্ড ও ৪টি গুলাইলসহ এসব দেশি অস্ত্র জব্দ করা হয়।
গ্রামবাসীরা জানান, পূর্ব বিরোধের জেরে ও ইউপি নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী ভিপি মারুফের সমর্থক ও খাগাতুয়া গ্রামের মাসুদ মিয়াকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। গ্রামবাসীর ধারণা, মাসুদ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে থেকেই এসব অস্ত্র তৈরি করে রেখেছিলেন।
গ্রাম পুলিশ কালন মিয়া বলেন, ‘গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ মিয়া হত্যাকাণ্ডের মামলার আসামি মাধব মিয়ার বাড়িতে এসব অস্ত্র আছে তা জানতে পারি। থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে ওসি স্যারের নির্দেশে এই সব অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসি।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে বিলে এসব দেশি অস্ত্র পড়ে আছে খবর পাই। তাৎক্ষণিক বিট পুলিশের মাধ্যমে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’