কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাস্ক পরিধান করে পরীক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪১১টি ফরম বিতরণ করা হয়। এতে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৬০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
অভিভাবকেরা জানান, বিদ্যালয়ের মনোরম পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে ছেলে-মেয়েদের মেধা যাচায়ের সুযোগ নেই। পরীক্ষার মাধ্যমেই মূলত প্রকৃত মেধা যাচাই হয়ে থাকে। স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষার আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবীর বলেন, প্রতিবছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।