হোম > ছাপা সংস্করণ

বিএনপির ৩৮ জনের নামে বাইক পোড়ানোর মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিএনপির ১১৮ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ৩৮ জনের নাম উল্লেখ ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল সোমবার বিস্ফোরক আইনে এই মামলা করেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর মোল্লা। তিনি বলেন, মামলায় মোট ৩৮ জনের নামে ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় রাশেদুল প্রধানের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বাদীর হাত ভেঙে ফেলার চেষ্টা ও ছয়টি সেলাই দিতে হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে।

মামলার বাদী জানান, ‘রূপসী থেকে কাঞ্চন যাওয়ার পথে গাউছিয়া এলাকায় ছাত্রদলের মিছিল দেখতে পাই। সেখানে তাঁরা আমাকে দেখতে পেয়ে ইঙ্গিত করে বলে, ‘ও ছাত্রলীগ করে, ওরে ধর’। পরে তাঁরা আমাকে মারধর করেন। আমার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা মুখোশ পরে হামলা চালায়।’

তবে বিএনপি নেতাদের দাবি, স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই পুরোনো একটি মোটরসাইকেল এনে সেটা পুড়িয়ে দিয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। তাঁরা যে নিজেরাই মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, সেই ভিডিও বিএনপির নেতাদের কাছে আছে।

মামলার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘মোটরসাইকেল পোড়ানোর ঘটনাটি নিতান্তই সাজানো। ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখাতেই এই মামলা। তাঁরা নিজেরাই এ কাজ করেছেন, এমন ভিডিও আমাদের কাছে আছে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ