কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রয়াত শিক্ষকের সন্তানের শিক্ষা খরচের দায়িত্ব নিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। উপজেলার চরটেকী নরসুন্দা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত শামসুল মুসলেমিন মতির ছেলের দায়িত্ব নেন, তাঁর প্রাক্তন ছাত্ররা। এ জন্য নরসুন্দা বিদ্যানিকেতন প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে ফান্ড সংগ্রহ করা হয়। প্রাক্তন ছাত্রদের দেওয়া দুই লাখ টাকার একটি সঞ্চয়পত্র খোলা হয় ওই শিক্ষকের ছেলে মুকুটের নামে। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার হাতে দুই লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে নরসুন্দা বিদ্যানিকেতনের মাঠে শামসুল মুসলেমিন মতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও সঞ্চয়পত্র হস্তান্তরের আয়োজন করে প্রাক্তন ছাত্র সংসদ।
এতে মিরপুর বিএডিসি হাই স্কুলের শিক্ষক সুমন বাঙালির সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, পাকুন্দিয়া কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল হাই, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ।
প্রাক্তন ছাত্র শফিকুল ইসলাম বলেন, ‘এ উপজেলায় প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছিলেন মতি স্যার। স্যার আমাদের মধ্যে এখন নেই। তাই তাঁর একমাত্র সন্তানের শিক্ষা খরচের জন্য প্রাক্তন ছাত্ররা ফান্ড গঠন করি।’