ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মোহাম্মদ মারুফ (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বিবিরহাটের দক্ষিণ পার্শ্বে ঈদগাহ্ রোডের মাথায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।’