ছুটিতে সেন্ট মার্টিনে বেড়াতে এসে বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৫০০ পর্যটক আটকে পড়েছে। সরকারি ছুটি শেষ ও জরুরি কাজে অংশগ্রহণ করতে না পারায় অনেকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ জন্য গতকাল সোমবার বোট মালিক সমিতির লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় পর্যটকদের। খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ বলেন, ‘সোমবার সকালে ঝড়বৃষ্টি থাকলেও বিকেলে আবহাওয়া স্বাভাবিক ছিল। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু ট্রলার মাঝিরা বিকেল হয়ে যাওয়ায় কোনো ট্রলার ছাড়েননি। এ নিয়ে একটু হইচই হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
সেন্ট মার্টিনের বাসিন্দা ও হোটেল ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ বলেন, ৪৩ জনের একটি পর্যটক দল তার হোটেলে রয়েছে। ফেরার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরানো হয়নি তাদের। ৪০০ বেশি পর্যটক বিভিন্ন হোটেল অবস্থান করছেন।
ঢাকা এলিফ্যান্ট রোডের বাসিন্দা চিকিৎসক এনামুল হক ও সিলেটের ব্যবসায়ী আল আমিন বলেন, চার বন্ধু মিলে বেড়ানোর উদ্দেশ্যে গত শুক্রবার সেন্ট মার্টিনে আসেন তাঁরা। গত রোববারে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফেরা হয়নি। জরুরি কাজ আছে। তা সত্ত্বেও সেন্ট মার্টিনে থাকতে হচ্ছে।