হোম > ছাপা সংস্করণ

নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায়: তৈমূর

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘এবারের নির্বাচন জনগণ বনাম একনায়কতন্ত্রের আন্দোলন। নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায়, তারা ট্যাক্সের বোঝা থেকে বাঁচতে চায়, নাগরিক অধিকার চায়। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতীকী আন্দোলন এই সিটি নির্বাচন।’

গতকাল রোববার বিকেলে বন্দরের কদমরসুল দরগাহ জিয়ারত শেষে এই মন্তব্য করেন তৈমূর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত হন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম। এবারের নির্বাচনে তিনি মুখ্য ভূমিকায় থাকবেন বলে নিশ্চিত করেন।

তৈমূর বলেন, ‘সর্বস্তরের নেতারা আমার সঙ্গে নেমে গেছে। আমাদের চেহারাটাই তো ধানের শীষ। আমাদের চেহারায় সেই নারীর প্রতিচ্ছবি আছে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েও বিনা চিকিৎসায় কারারুদ্ধ আছেন। জনগণ আমাদের পাশে আছে।’

দরগায় উপস্থিত হওয়া এস এম আকরাম বলেন, ‘আজ আমি এসেছি সবাইকে বোঝাতে যে, আমি তৈমূরের পাশে আছি। আমি লোকদেখানোর জন্য আসি নাই। আমি সবার সন্দেহ দূর করার জন্য এসেছি। তৈমূর নির্বাচিত হোক, এটা আমার একান্ত কাম্য। দীর্ঘদিন পর আমরা একটা সুযোগ পেয়েছি। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহ-আইন সম্পাদক শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ