‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পান লুৎফর হাসান। অন্যদিকে ভারতীয় এক রিয়েলিটি শোতে শিস বাজিয়ে বাজিমাত করেছেন অবন্তী সিঁথি। এরপর একক গানের পাশাপাশি সিনেমার গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন সিঁথি। ২০২১ সালে এই দুই শিল্পী গেয়েছিলেন দ্বৈত কণ্ঠের একটি গান। শিরোনাম ‘কেমন আছো বন্ধু তুমি’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান।
প্রায় আড়াই বছর পর আবারও একসঙ্গে গাইবেন তাঁরা। গানের শিরোনাম ‘তুমি রইলা দূরে’। এবারের গানটিও লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন শান সায়েক। আগামীকাল গানটির রেকর্ডিংয়ে অংশ নেওয়ার কথা শিল্পীদ্বয়ের।
গানটি প্রসঙ্গে শান সায়েক বলেন, ‘লুৎফর হাসান ও অবন্তী সিঁথির গাওয়া কেমন আছো বন্ধু তুমি গানটি শ্রোতা-দর্শকেরা পছন্দ করেছেন। তাই নতুন করে তাঁদের নিয়ে এই গান। আমার বিশ্বাস, এই গানও শ্রোতা-দর্শকের মধ্যে ভীষণ ভালো লাগার সৃষ্টি করবে। এই গানের সংগীতায়োজক হিসেবে আমি ভীষণ আশাবাদী।’
অবন্তী সিঁথি বলেন, ‘আবারও একসঙ্গে গাইছি আমরা। আগের গানটির মতো এবারের গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয়, এই গানটিও দারুণ সাড়া ফেলবে। কারণ লুৎফর ভাইয়ের গানের কথা ও সুরের মাঝে ভিন্ন এক ম্যাজিক আছে। যে ম্যাজিকে মুগ্ধ হন দর্শক-শ্রোতা।’
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘আমি আমার মতো চেষ্টা করি ভালো গান করার। সেই চেষ্টা থেকেই নতুন প্রয়াস আমার ও অবন্তী সিঁথির এই গান। আমাদের আগের গানটি শ্রোতারা পছন্দ করেছেন, আমার বিশ্বাস এবারও নিরাশ হবেন না তাঁরা।’
স্যাড রোমান্টিক ধাঁচের ‘তুমি রইলা দূরে’ গানটি প্রকাশিত হবে লুৎফর হাসান নামের ইউটিউব চ্যানেলে।