হোম > ছাপা সংস্করণ

বিনা ভোটে জয়ের পথে আ.লীগের দুই প্রার্থী

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে বিনা ভোটে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ের পথে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনে ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদে (ইউপি) শরীফ হাসান ও সাইফুল ইসলাম নামের দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগের প্রার্থী এ কে খোকনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে না।

অপর দিকে ৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেননি। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিন শাহজালাল মজুমদারের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে এই ইউপিতেও চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে না।

গত ২৫ নভেম্বর উপজেলার ১২ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ প্রার্থীসহ ৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ঋণ খেলাপির কারণে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকি ৫৭ জন চেয়ারম্যান পদে লড়ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ