হোম > ছাপা সংস্করণ

সোয়া আট কোটি টাকা মূলধন ঘাটতিতে অগ্রণী ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তালিকাভুক্ত বিমা কোম্পানি অগ্রণী ইনস্যুরেন্সের মূলধন ঘাটতি রয়েছে ৮ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া বিমা কোম্পানিটি শ্রম আইন লঙ্ঘন করেছে। কোম্পানির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, বিমা আইন অনুযায়ী প্রতিটি সাধারণ বিমা কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ওই মূলধনের ৬০ শতাংশ হবে উদ্যোক্তা বা পরিচালকদের। কিন্তু অগ্রণী ইনস্যুরেন্সে তা পরিপালন করা হয়নি। এই কোম্পানিটিতে পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ ৮ কোটি ২৪ লাখ টাকার মূলধন ঘাটতি রয়েছে।

জানা গেছে, মূলধনের এই ঘাটতি পূরণে অগ্রণী ইনস্যুরেন্স গত বছরের ২২ সেপ্টেম্বর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দাখিল করেছে। এ ছাড়া এ বছর ৭ শতাংশ বোনাস শেয়ার প্রদানের ঘোষণাও করেছে।

এদিকে অগ্রণী ইনস্যুরেন্সের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে। শ্রম আইন অনুযায়ী অগ্রণী ইনস্যুরেন্সের ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। যদিও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এই ফান্ড গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে, যা এখনো অনুমোদন পায়নি।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অগ্রণী ইনস্যুরেন্সের বেশির ভাগ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, যার পরিমাণ ৫৩ দশমিক ৮৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার ধারণ করছেন ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। আর উদ্যোক্তা বা পরিচালকদের কাছে রয়েছে কেবল ৩০ দশমিক ১৫ শতাংশ শেয়ার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ