হোম > ছাপা সংস্করণ

১১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলায় ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব স্কুলে সহকারী শিক্ষকেরা দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষকের। এ ছাড়া উপজেলার মোট ২৯টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১১টি প্রধান শিক্ষক এবং ১৮টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। শিক্ষকের পদ শূন্য থাকার কারণে এখন যাঁরা দায়িত্ব পালন করছেন, সেই শিক্ষকেরা বিপাকে পড়েছেন। তাঁদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাঁদের অভিযোগ—এতে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ৫৮০টি পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের ৮৪টি এবং সহকারী শিক্ষকের ৪৯৬টি পদ রয়েছে।

হাড়িসাংগান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মো. নাসির উদ্দিন আফ্রাদ বলেন, ‘আমাদের স্কুলের প্রধান শিক্ষক নেই অনেক দিন হলো। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে আমি কাজ করে যাচ্ছি। আমি চাই অতি দ্রুত যেন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকেরা নিজের ইচ্ছামতো চলেন। এ ছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষকসংকট আরও প্রকট হয়।

বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কমিটির সভাপতি রাবেয়া খাতুন শান্তি বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হয়েছে। এখন আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হোক। তা না হলে শিক্ষকস্বল্পতার কারণে অনেক স্কুলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন বলেন, সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও করোনার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে। প্রধান শিক্ষকের পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অতি দ্রুত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষকের পদও পূরণে উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ