নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক স্ত্রীর দেনমোহর মামলায় আবদুর রাজ্জাক (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুর রাজ্জাক চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের ছনখোলা বাড়ির জিয়াউল হকের ছেলে। তিনি খুলনার খালিসপুরে একটি মসজিদের ইমাম।
মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারুন মিয়া বলেন, ‘২০০৭ সালে আমার মেয়ে মারজিনার সঙ্গে আবদুর রাজ্জাকের বিয়ে হয়। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের সাত বছরের একটি অসুস্থ ছেলে সন্তান রয়েছে। কিন্তু আবদুর রাজ্জাক দেনমোহরের টাকা পরিশোধ করেনি এবং ছেলের চিকিৎসার খরচও দিচ্ছে না। পরে মারজিনা নোয়াখালী আদালতে মামলা করে।’
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মাফুজুর রহমান আবদুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।