আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে ফরিদপুর সদরপুর উপজেলার ৩ নম্বর নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারকে (৫০) ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে আসামিকে গ্রেপ্তার করে সদরপুর থানা-পুলিশ।
আসামি সদরপুর উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মুলাই হাজির কান্দ্রি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০১২ সালের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় তাঁর নামে একটি ডাকাতি মামলা রয়েছে। উক্ত মামলায় তিনি ওরেন্টভুক্ত পলাতক আসামি।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেন। সদরপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠিয়েছেন।