হোম > ছাপা সংস্করণ

চলতি দশক ভবিষ্যৎ নির্ধারণের দশক

করোনার কারণে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। দেড় বছরের করোনা অভিজ্ঞতা সাধারণ মানুষ তো বটেই, বিশ্বরাজনীতি, অর্থনীতিসহ অনেক কিছুই বদলে দিয়েছে।  জলবায়ু নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে অনেক হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘও। এ পরিস্থিতিতে নিউইয়র্কে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন আলাদা গুরুত্ব বহন করে।

জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনের উদ্বোধনী ভাষণে বিশ্বের এক করুণ চিত্র তুলে ধরেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘জলবায়ু ও করোনাসংকটে বিশ্ব আজ জর্জরিত। এর বাইরে আমাদের মধ্যে অবিশ্বাস নামের একটি রোগও দানা বেঁধেছে। এসব অতিক্রম করে বিশ্বের প্রধান শক্তিগুলোকে বিশ্বের অর্থনৈতিক কল্যাণে মিলেমিশে এগিয়ে আসতে হবে।’

গুতেরেসের পরেই বক্তব্য দেন ব্রাজিলের আলোচিত প্রেসিডেন্ট জইর বোলসোনারো। করোনারা প্রাথমিক অবস্থার চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা টিকার বিরুদ্ধে নই। তবে আমরা টিকাকে বাধ্যতামূলক করার পক্ষেও নই।’

এরপরই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৩৩ মিনিটের ভাষণে তিনি চলমান বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তবে কোনো কিছু নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।

টুইন টাওয়ার হামলা ও আফগানযুদ্ধের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘বিশ্ব ২০০১ সালে দাঁড়িয়ে নেই। এ দশক আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাই। গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, সাম্য, মানবিক মর্যাদা—এগুলোই আমাদের মূল চালিকা শক্তি।’

নিরাপত্তা বাড়াতে হবে এবং সহিংসতা কমাতে হবে জানিয়ে বাইডেন বলেন, সারা বিশ্বে মানুষের জীবনমান বাড়াতে হবে। একবিংশ শতাব্দীতে মানুষের ভোগান্তি জাতীয় নিরাপত্তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।

অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে বিশ্বের বড় দেশগুলোর একটা বাড়তি দায়িত্ব আছে মন্তব্য করে বাইডেন বলেন, ‘আমরা নতুন কোনো স্নায়ুযুদ্ধ বা বিশ্বকে আঞ্চলিক ভিত্তিতে ভাগ করতে চাই না।’

বক্তব্যের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের মূল ভিত্তিই হলো গণতন্ত্র। মানুষের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে এখনো পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই। মানুষের মর্যাদাকে পদদলিত করে নয়, এটাকে সমুন্নত করেই বিশ্বের নেতৃত্ব দিতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ