হোম > ছাপা সংস্করণ

১৩ দিনেও খোঁজ মেলেনি ১১ জেলের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১১ জেলে নিখোঁজ হওয়ার ১৩ দিন পরও খোঁজ মেলেনি। এতে জেলে পরিবারগুলো হতাশায় রয়েছেন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিখোঁজ ট্রলারটির নাম এমবি মামুন। ট্রলারের মালিক মো. হাবিবুর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে। নিখোঁজ ১১ জেলের নাম ও সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বড়শি দিয়ে মাছ শিকারের জন্য গত ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলেরা সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করত। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পরতে পারে বলে আমরা ধারণা করছি।’

সমিতির সভাপতি আরও বলেন, ‘বুধবার সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেসহ নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটার স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চ মহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ