নগরীর দৌলতপুর থেকে বিদেশি মদ জব্দ করেছেন র্যাব-৬ এর সদস্যরা। পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১১টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে র্যাবের মিডিয়া সেল জানায়।
র্যাবের মিডিয়া সেল জানায়, সোমবার রাত ৮টার দিকে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দৌলতপুর থানার আপার যশোর রোড ইসলাম ট্রেড করপোরেশনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। পরে দলটি পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাটি খুলে ১১টি বিদেশি মদের বোতল দেখতে পায়। পরে এসব বোতল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।