প্রায় ২০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথে সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক ফেলা শুরু হয়েছে।
গতকাল বুধবার এর উদ্বোধন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাংসদ মোকাব্বির খান। উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় ব্লক ফেলে কাজের সূচনা করেন তিনি।
এ সময় বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, উপসহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীর, কার্যসহকারী রতন রায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান, ফয়সাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।