হোম > ছাপা সংস্করণ

কৃত্রিম রং দিয়ে তরমুজ বিক্রি, আটক ১

বরগুনা প্রতিনিধি

বরগুনায় তরমুজের ভেতর কৃত্রিম রং দিয়ে তা বিক্রির অভিযোগে ফারুক মিয়া নামের এক তরমুজ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরগুনা কাঁচাবাজার থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় আটক করেন তাঁকে।

আটক ফারুক সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলীবুনিয়া এলাকার বাসিন্দা।

লাকুরতলা মুক্তিযোদ্ধা পল্লির বাসিন্দা সবুজ মিয়া জানান, গত বুধবার সন্ধ্যায় তরমুজ বিক্রেতা ফারুকের ভ্যান থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান তিনি। বাসায় নিয়ে খাওয়ার পর পেটে ব্যথা শুরু হলে, তরমুজটি পরীক্ষা করে দেখতে পান ভেতরে কৃত্রিম রং দেওয়া। পরে বৃহস্পতিবার দুপুরে ওই বিক্রেতাকে দেখতে পেয়ে তরমুজে রঙের বিষয়টি জানান। কিন্তু ফারুক তা অস্বীকার করেন। পরে তাঁর ভ্যানে রাখা তরমুজ কেটে ভেতরে রং পাওয়া যায়। এ সময় বাজারের লোকজন ফারুককে আটকে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে খবর দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা জেলার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, ‘ফারুকের ভ্যানে রাখা তরমুজ কেটে কৃত্রিম রং ব্যবহারের বিষয়টি নিশ্চিত হই। পরে পুলিশের সহায়তায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, রঙের বিষয়টি অস্বীকার করেন তিনি। ক্রেতা সবুজ মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতরা আইনের আওতায় শাস্তি পাবেন।’

সবুজ মিয়া আরও বলেন, ‘ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এভাবে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে তরমুজ বিক্রি করায় জড়িতদের শাস্তি হোক।’

বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পুলিশের সহায়তা চেয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ