গত বছর থেকে বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি তুঙ্গে। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতার পর দুই বাংলায় সমানতালে কাজ করছেন তিনি। বড় পর্দার পাশাপাশি প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। সম্প্রতি প্রকাশ পেয়েছে মিমের প্রথম ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ফার্স্টলুক। সেখানে হিজাব পরা এক সাধারণ নারীর লুকে দেখা গেছে মিমকে। পাশাপাশি ফেসবুক পেজেও সেই লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। তাঁকে কেমন লাগছে জানতে চেয়ে মিম লিখেছেন, ‘মিশন হান্টডাউন-এর জন্য নতুন লুক।’ হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতূহলী করেছে অনুরাগীদের। কমেন্ট বক্সে তাই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।
ওয়েব সিরিজটিতে মিম অভিনয় করেছেন নীরা চরিত্রে। মিম বলেন, ‘নীরা সহজ-সরল একজন নারী। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় তাঁকে। আমাকে যখন স্ক্রিপ্ট পাঠানো হলো, কয়েকটি পর্ব পড়েই নীরা চরিত্রটি ভালো লেগে যায় আমার। গল্পের স্টোরি লাইনটাও খুব ভালো লেগেছে, তাই ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ হিসেবে মিশন হান্টডাউনে অভিনয়ের সম্মতি জানাই। চরিত্রটির নিজস্ব যে জটিলতা রয়েছে, সেটাই বেশ ভালো লেগেছে। আমার মনে হয় নীরা চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে যাবে।’
‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজের আরেকটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তাঁকে দেখা যাবে এডিশনাল এসপি মাহিদ চরিত্রে। তিনিও সিরিজটি নিয়ে বেশ আশাবাদী। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।