হোম > ছাপা সংস্করণ

প্লাস্টার না শুকাতেই ভবনে রং বন্ধ স্থানীয়দের বাধায়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতারাসহ স্থানীয় লোকজন ওই ভবনের রংয়ের কাজ আটকে দেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবনের কাঁচা প্লাস্টার না শুকাতেই ভবন রং করার কাজ শুরু করেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা বা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ চালিয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে উপজেলা নির্মাণশ্রমিকের নেতারাসহ স্থানীয় লোকজন দায়িত্বরত প্রকৌশলীকে কাজটি আপাতত বন্ধ রাখতে বলেন। রং করার উপযোগী হলেই কাজ শুরু করার দাবি জানান তাঁরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও নির্মাণশ্রমিক নেতা জাকারিয়া হাবীব ডন বলেন, ‘ভবনটির প্লাস্টারের কাজ শেষ হয়েছে সবেমাত্র, এর মধ্যেই রং করার প্রাথমিক কাজ শুরু হচ্ছে। তাও আবার চক পাউডার মিশিয়ে। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। ভবনের প্লাস্টারের ৯০ দিন পরে সাধারণত রঙের কাজ করতে হয়। তাই আমরা প্রকৌশলীকে কাজ বন্ধ রাখতে অনুরোধ করেছি।’

রঙের কাজে নিয়োজিত থাকা পীরগঞ্জ উপজেলার মিস্ত্রি হবিবর রহমান হবি বলেন, ‘কাঁচা প্লাস্টার তাই সিলারের সঙ্গে একটু চক পাউডার মিশিয়ে কাজ করছি।’

এ বিষয়ে জানতে ঠিকাদার সাদেকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল ধরেননি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘আমি এখানে মৌখিক নির্দেশে দায়িত্বে রয়েছি। এখানে যিনি ছিলেন তিনি ছুটিতে রয়েছেন। ভবনের রঙে কাজ কী হচ্ছে বা কীভাবে হবে, প্লাস্টারের কত দিনের মধ্যে হবে, তা জানা নেই।’

ছুটিতে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ভবনে রঙের কাজ বন্ধ করতে বলা হয়েছে। প্লাস্টার না শুকানো পর্যন্ত কাজ হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ