নেত্রকোনার দুর্গাপুরে এক শিশুকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে শিশুটির দাদি বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেছেন। গত বুধবার সন্ধ্যায় ধর্ষণচেষ্টার এই ঘটনা ঘটে। মামলায় আসামি করা হয়েছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে (৪০)। তার বাড়ি একই উপজেলায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় শিশুকন্যাকে তার দাদি গুল আনার জন্য প্রতিবেশী আজিজুল ইসলামের দোকানে পাঠান। গুল আনতে যাওয়ার সময় শিশু কন্যাটির পথ রোধ করে টাকার লোভ দেখায় বিল্লাল মিয়া। কিন্তু শিশু কন্যাটি টাকা নিতে
অস্বীকার করলে তাকে জোরপূর্বক বসতবাড়ির পেছনে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় বিল্লাল মিয়া। এ সময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা আসলে বিল্লাল মিয়া দৌড়ে পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।