স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের গোরস্থান রোডের সমাজ সেবা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান, লিমা আফরিন, সৈয়দ আতিকুল ইসলাম, সোহেল হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধীবান্ধব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান ও ১১ দফা দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।