হোম > ছাপা সংস্করণ

ভাইয়ের বিরুদ্ধে কথা বলা বড় ভুল ছিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘রাজনীতিতে আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি আমার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনেক কথা বলেছি। তিনি পুরো দেশের জন্য গর্ব। তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা অনেক বেশি। এ কারণে আমি এখন খুবই অনুতপ্ত। আমার এভাবে বলা ঠিক হয়নি।’

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিজ ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মেয়র কাদের মির্জা আরও বলেন, ‘সরকারের প্রায় সব মন্ত্রণালয়ই দুর্নীতিগ্রস্ত। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন। আমার সত্য দাবি ও কথাগুলোর মধ্যে ছিল, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। গত ৩১ ডিসেম্বর আমার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় প্রসঙ্গক্রমে নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামুল করিম চৌধুরী এমপির মতো লোকদের বিরুদ্ধে অবাধ নির্বাচন হলে এরা দজ্জা তোয়াই পাইত ন বলেছিলাম। নির্বাচনকালীন সব অনিয়মের কথা বলার কারণে আমি আমার নির্বাচনে গৌরবের সঙ্গে সফল হয়েছি। আমার এসব কথার কেন্দ্রবিন্দু ছিল একরামুল করিম চৌধুরী। তার অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরার কারণে তাকে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আমার চূড়ান্ত বিজয় না হলেও প্রাথমিক বিজয়। কিন্তু দল ও সরকারি সব খাতে তার ‘মাই ম্যান সেট আপ’ রয়ে গেছে। নোয়াখালীর বর্তমান নেতৃত্ব দিয়ে সফলভাবে এ জেলা থেকে অপরাজনীতি ও দুর্নীতিবাজদের বিতাড়িত করা হবে বলে আমি আশা করি।’

নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ‘জিয়াউর রহমান ভোট ও নির্বাচনের পদ্ধতি নষ্ট করে দিয়েছিলেন। শেখ হাসিনা জনগণের সব অধিকার প্রতিষ্ঠা করলেও জিয়াউর রহমানের নষ্ট করা ভোটাধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেননি।’ তিনি বলেন, ‘যত দিন বেঁচে থাকব, সাহস করে সত্য কথা বলব এবং অন্যায়ের বিরুদ্ধে বলেই যাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ