হোম > ছাপা সংস্করণ

৮ দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতারা। গতকাল মঙ্গলবার সকালে নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন স্বাশিপ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, মহানগর সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকেরা মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পান। যা খুবই অপ্রতুল ও অসম্মানজনক।

এ অবস্থায় অবিলম্বে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, ঈদের আগেই উৎসব ভাতা দেওয়া এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার জন্য বাজেটে অর্থ বরাদ্দ, সরকারি সব শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ব্যবস্থাসহ ৮ দফা দাবি তুলে ধরেন শিক্ষকেরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ