চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে আছে পাকিস্তান। আজ শেষ দিনে জিততে হলে তাদের করতে হবে আর ৯৩ রান। চতুর্থ ইনিংসে বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্যটা হাতের নাগালে রাখার বড় কৃতিত্ব দুই ওপেনার আবিদ আলী আর আবদুল্লাহ শফিকের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ বোলারদের গলার কাঁটা হয়েছে পাকিস্তানের ওপেনিং জুটি।
চতুর্থ দিনে যেখানে রান তোলা একটু কঠিন হবে বলে মনে হচ্ছিল, সেখানেও দুজন দারুণ স্বচ্ছন্দে রান করেছেন।
চতুর্থ দিনে বাংলাদেশ বোলারদের হতাশায় ডুবিয়ে অবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ১০৯ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি ছাড়িয়েছেন অভিষিক্ত শফিক। ৫৩ রানে অপরাজিত ২২ বছর বয়সী এই ব্যাটার চতুর্থ দিনের খেলা শেষে বললেন, ‘অভিষেকে যে কারও জন্যই অবশ্যই এটা (দুই ইনিংসেই ফিফটি) দারুণ ব্যাপার। এটা তো আসলে ব্যক্তিগত খেলা নয়, লক্ষ্য ছিল দলের জন্য কী করা যায়। আশা করি, সামনেও একইভাবে দলকে এগিয়ে নিতে পারব।’
দুই ইনিংসে শফিক দারুণ সঙ্গ দিয়েছেন আবিদ আলীকে। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৫৬ রানে অপরাজিত আছেন তাঁর সঙ্গী আবিদ। শফিক বলেছেন, ‘আমরা ছোট ছোট লক্ষ্য স্থির করেছিলাম, যেটাতে আমরা সফল হয়েছি। আমার আর আবিদ ভাইয়ের একটাই উদ্দেশ্য ছিল, দলকে একটা ভালো শুরু এনে দেওয়া। উইকেট একটু কঠিন হলেও সেটা আমরা পেরেছি। আশা করি, আগামীকাল (আজ) একই রকম খেলতে পারব।’
তাঁদের একই রকম খেলা মানেই তো পাকিস্তানকে জিতিয়ে ফেরা।