হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসেও পতাকা ওড়েনি ৬ কার্যালয়ে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি সরকারি ছয় কার্যালয়ে। যদিও এ বছর অন্যান্য সময়ের থেকে বিজয়ের ৫০ বছর উপলক্ষে দিবসটি ছিল বেশি গুরুত্বপূর্ণ।

জাতীয় দিবসেও এমন চিত্র দেখা গেছে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কার্যালয়, উপজেলা শিক্ষা কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

সরেজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে অবস্থিত ছয়টি কার্যালয় থাকা ভবনে জাতীয় পতাকার স্ট্যান্ডে কোনো পতাকা ওড়েনি। যদিও সকাল ৮টা থেকে পতাকা উড়ানোর বিধান রয়েছে। পরে পতাকা না থাকার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে দুপুর ১২টার দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একজন পিয়নকে তড়িঘড়ি করে পতাকা উড়াতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া বলেন, সকল অফিস মিলে এই ভবনে একটা পতাকা উড়ায়। আলাদা করে পতাকা উড়ানোর কোনো নির্দেশনা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এ সময়ে বলেন, ‘পতাকা আনা হয়েছে। এক্ষুনি লাগানো হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, সব সময় দিবসগুলোতে এখানে পতাকা উড়ানো হয় কিন্তু আজ কেন উড়ানো হয়নি তা বুঝতে পারছি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক ভূঁইয়া বলেন, ‘পতাকা তো ওড়ানোর কথা। তারপরও খোঁজ নিয়ে জানাচ্ছি।’

এ বিষয় ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক বলেন, ‘এই দিনে এমন অবহেলা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান খান শাওন বলেন, ‘প্রত্যেকটি ভবনে জাতীয় দিবসে পতাকা থাকবে। নিয়ম অনুযায়ী ওই ভবনেও একটি পতাকা থাকার কথা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি শুনেছি। জাতীয় পতাকা যাতে ওড়ানো হয় সে জন্য আগে থেকেই এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ