পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি করলে একজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।
গত রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মারমি সুলতানপুর ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল হক বলেন, ভোট গণনা শেষে পরাজিত সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। তবে রেজাল্ট শিটে ভোটের সংখ্যা ওঠানো থাকায় সমস্যা হবে না।