বরুড়ায় অটোরিকশা ছিনিয়ে নিয়ে সুমন (৩৫) নামের এক চালকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ জনকে আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কাছকামতা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় সুমন ও তাঁর স্ত্রী ফাতেমা ফারভিন (১৬), মৌসুমি (১৭), নাইম (১৬) আহত হন। তাঁরা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে সুমনের অটোরিকশাটি নিয়ে কলাখাল এলাকায় একটি মাহফিলে যায় তাঁর কিশোর ছেলে শামীম। সেখান থেকে অটোরিকশাটি চুরি যায়। কয়েক দিন পর খোঁজাখুঁজির পর আক্তার নামের এক যুবকের কাছ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে আক্তার ও তাঁর সঙ্গপাঙ্গরা লাঠিসোঁটা নিয়ে গত মঙ্গলবার সুমনের বাড়িতে হামলা চালিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের প্রতিরোধে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত ফাতেমা বলেন, ‘আমি প্রাণপণ চেষ্টা করে স্বামী ও সন্তানদের রক্ষা করেছি।’
বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।