হোম > ছাপা সংস্করণ

আঞ্চলিক প্রকাশনীতে বৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে জনস্রোত চলে আসছিল বইমেলা প্রাঙ্গণে।জনস্রোতের সঙ্গে তাল মিলিয়ে মেলায় ঢুকে একটু শ্বাস নিতেই দেখি, দূরে চলছে টানাহেঁচড়া। বাবাকে কান্নার সুরে ছেলে বলছে, ‘বই কিন্না দিবা বইলা নিয়া আইছ। একটা বইও কিন্যা দিলা না। তখন থেইকা হাঁটাইতেছ...।’ বাবার উত্তর, ‘শুদ্ধভাবে কথা বল! বলেছি তো কিনে দেব।’ এরপরেও ছেলের কান্না থামে না। ছোট্ট ছেলেটি ঠিক বুঝে উঠতে পারেনি, শিশু কর্নার একটু দূরে। বইমেলায় কিছু দূর হেঁটে হাঁপিয়ে উঠেছে বেচারা।

আঞ্চলিক ভাষায় কথা বলাকে এখন অনেকেই ‘আনস্মার্ট’ বিষয় বলে বিবেচনায় নেন না। বইমেলায় আসা অনেক তরুণই জানালেন, তাঁদের প্রমিত বাংলাতেও আঞ্চলিক টান আছে। এটা নিয়ে বন্ধুমহলে মজা করলেও কেউ নিচু চোখে দেখে না। তানজিদা করিম অরুনি বললেন, ‘আমার এক বন্ধু আছে, ও আড্ডাতে আঞ্চলিক ভাষায় কথা বলে, আমরা এটা উপভোগ করি। ওভাবে কথা বলে সে আনন্দ পায়। তাহলে আমরা কেন বাধা দেব?’

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলা থেকে বেশ কিছু প্রকাশনী এসেছে বইমেলায়। এগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে মেলা প্রাঙ্গণের আনাচকানাচে। চট্টগ্রামের প্রকাশনী বলাকা। ২০০১ সাল থেকে এটি বইমেলায় অংশ নিচ্ছে। প্রকাশনীটি ইতিহাসভিত্তিক বই বেশি প্রকাশ করে। এবারের বইমেলায় মোট ১২টি নতুন বই প্রকাশিত হয়েছে এখান থেকে। এগুলোর মধ্যে জামাল উদ্দিনের লেখা ‘রোহিঙ্গা জাতির ইতিহাস’ বইটি নিয়ে পাঠকদের আগ্রহ তৈরি হয়েছে বলে জানান বিক্রেতারা। ঢাকার বাইরের আরেকটি প্রকাশনী চৈতন্য। এটি সিলেটের। এর বিক্রেতারা জানান, এবারের বইমেলায় তাঁদের বেশি বিক্রি হচ্ছে শাহেদ কায়েসের কবিতার বই ‘নৈরাজ্যবাদী হাওয়া’। এ ছাড়া আদিল মাহমুদের ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখ ফুল’, আশরাফুল ইসলামের ‘রহস্যময়ী’, তানজির ইসলামের ‘চড়ুই ভেজা সকাল’ বইগুলোও ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশনীটির বিক্রেতারা।

লালমনিরহাটের প্রকাশনা সংস্থা পূর্বা প্রকাশনী ২০০৯ সাল থেকে বইমেলায় অংশগ্রহণ করে আসছে। সংস্থাটির প্রকাশক বাদল সাহা শোভন জানান, তাঁরা তরুণ লেখকদের বই বেশি প্রকাশের চেষ্টা করেন। তরুণেরা কবিতা লেখার প্রতি বেশি আগ্রহী বলে জানান তিনি। এই প্রকাশনী থেকে এবার মেলায় এসেছে নাসিমা আক্তার জাহানের ইতিহাসমূলক বই ‘গণহত্যার স্মৃতিকথা’। বইটি এ প্রকাশনীর বেশি বিক্রীত বইয়ের অন্যতম। এ ছাড়া প্রকাশনীটি থেকে চায়না পারভিনের নীলুর ‘সকাল’, লিশিকা শোভার ‘সান্ধ্যদীপ’,  কাজী শাকিলা ফেরদৌসীর ‘মেঘ রোদের কানামাছি’ শিরোনামের বইগুলো এসেছে এবারের বইমেলায়।

জেলাভিত্তিক প্রকাশনীগুলো ঘুরে বেশ কিছু জেলার ইতিহাস, সংস্কৃতিমূলক বই দেখা গেল। ভিন্নধর্মী কিছু বইও আছে। যেমন ‘বান্দরবানে ঝর্ণা বিলাস’, বইটি লিখেছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। পাহাড়ি ঝরনা ও ট্রেকিং নিয়ে লেখা হয়েছে বইটি। পাওয়া যাবে সিলেটের পাণ্ডুলিপি প্রকাশনে। রংপুরের ভাওয়াইয়া গান নিয়ে পাতা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সৈয়দ খিজির হায়াতের গানের বই ‘কথা কয় হৃদয় বীণা’।

সাদাকালো জামা কাপড়ে অসংখ্য মানুষ ক্রমেই বাড়িয়ে তুলছেন বইমেলার ভিড়। আর  কয়েক দিন পরেই শেষ হয়ে যাবে এ বছরের বইমেলা। শেষ দিকে যেমন ভিড় বাড়ছে, তেমনি বাড়ি ফিরে যাওয়া পাঠকের হাতে বাড়ছে বইয়ের ভার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ