গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৩ নম্বর শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পাঁচ-কাহনিয়া গ্রামে নতুন বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস প্রমুখ।
ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, প্রায় ১৩ শতক জায়গার ওপর প্রস্তাবিত দোতলা ভবনটির খরচ বহন করবেন শেখ নাদির হোসেন লিপু।
দোতলা ভবনে প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য ৩টি শ্রেণি কক্ষ, শিক্ষকদের জন্য একটি অফিস ও শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম থাকবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ দিয়ে জায়গাটি ভরাট করে দেওয়া হয়। নতুন বিদ্যালয় নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার বিকাশ ঘটবে বলেও জানান তিনি।