‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে হাতীবান্ধা রক্তদান সংস্থা (এইচবিডিও) নামের একটি সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের গোল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা রক্তদান সংস্থার সভাপতি জুলফিকার বাদশা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য রায়হানুল ইসলাম, সির্ন্দনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবিউর আলম নিরু প্রমুখ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘বিষয়টি জানা ছিল না। পরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল, যাতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটে। এ ছাড়া তাঁরা মানববন্ধন শেষ করে চলে যান।’