কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির উদ্যোগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। চলবে আগামী রোববার পর্যন্ত।
মেলার উদ্বোধন শেষে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথ সুগম হয়। ইন্টারনেটের যুগে শিক্ষার্থীরা আজ বই পড়ছে না। ইলেকট্রনিকস মিডিয়া, ইউটিউব, গুগলের দিকে ঝুঁকছে। এখানে প্রয়োজনীয় বিষয় যেমন রয়েছে আবার শিশুদের ক্ষতিকর বিষয়ও রয়েছে। তবে এমন কাজ করবে না, যা মা-বাবাকে বলা যাবে না।’
বক্তব্যের পর উপস্থিত শিক্ষার্থীরা সাংসদের সঙ্গে একমত পোষণ করে হাত তুলে শপথ গ্রহণ করে।
চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমুখ।