হোম > ছাপা সংস্করণ

কেব্‌ল নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

হোমনা প্রতিনিধি

হোমনায় মো. সালাহ উদ্দিন (২৬) নামের এক কেব্‌ল নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. সালাহ উদ্দিন উপজেলার ঘনিয়ারচর গ্রামের মো. রেণু মিয়ার ছেলে। বড় বোন পারুল আক্তার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাই ওয়াইফাই সংযোগের সংস্কার কাজের জন্য দুলালপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা খবর পান ভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে উপজেলার কলাগাছিয়া স্টিলব্রিজে ফেলে রেখেছে।

এ অবস্থায় বড় ভাই আরশাদ মিয়া বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে সালাহ উদ্দিনকে উদ্ধার করতে কলাগাছিয়া স্টিলব্রিজের দিকে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তাঁদের ধাওয়া করে। এ সময় ধাওয়াকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানান স্বজনেরা।

এরপর স্বজনেরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সালাহ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সাহিদা সিকদার জানান, রাত ৯টার দিকে মো. সালাহ উদ্দিন নামের এক রোগীকে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর শরীরের বেশিরভাগ অংশেই জখম ছিল। দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতোই ছিল। ঘাড়েও ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন ছিল। প্রচুর রক্তক্ষরণের কারণে রোগীর শরীর ঠান্ডা ও নিস্তেজ ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বোন পারুল আক্তার আরও জানান, কারা হত্যা করেছে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ভাই তাঁদের কাছে সব বলে গেছেন। শেষ মুহূর্তের কথা মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, কুপিয়ে ও হাতুড়ি পেটা করে তাঁর ভাইকে মৃত ভেবে ফেলে গেছে।

নিহতের বড় ভাই আরশাদ মিয়া অভিযোগ করে বলেন, আছাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিদ্দিকুর রহমানের পক্ষে প্রচার করেন। এতে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের শত্রুতার সৃষ্টি হয়। এ কারণে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, লাশের ময়নাতদন্তের করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ