কেরানীগঞ্জে মজিবর রহমান নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানিক সওদাগর (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কালাকান্দি এলাকায় সালিসে ওই ব্যক্তি প্রকাশ্যে মজিবরকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মজিবর।
মজিবর রহমান কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি দৈনিক জনতার কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত মানিক আব্দুল্লাহপুর এলাকার মৃত জলিল সওদাগরের ছেলে।
মজিবর রহমান বলেন, ‘বুধবার সকালে আব্দুল্লাহপুর কালাকান্দি এলাকায় বারেক মাদবরের এক সালিস বৈঠক চলছিল। সালিসের একপর্যায়ে মানিক সওদাগর উত্তেজিত হয়ে চেয়ার নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসেন। পরে বারেক মাদবর, আলমাস ও মকবুল তাঁকে থামান। এ সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, আব্দুল্লাহপুর স্ট্যান্ডে পেলে তিনি আমাকে মেরে ফেলবেন। এ ঘটনায় আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেছি।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’