হোম > ছাপা সংস্করণ

সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে মজিবর রহমান নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানিক সওদাগর (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কালাকান্দি এলাকায় সালিসে ওই ব্যক্তি প্রকাশ্যে মজিবরকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মজিবর।

মজিবর রহমান কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি দৈনিক জনতার কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত মানিক আব্দুল্লাহপুর এলাকার মৃত জলিল সওদাগরের ছেলে।

মজিবর রহমান বলেন, ‘বুধবার সকালে আব্দুল্লাহপুর কালাকান্দি এলাকায় বারেক মাদবরের এক সালিস বৈঠক চলছিল। সালিসের একপর্যায়ে মানিক সওদাগর উত্তেজিত হয়ে চেয়ার নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসেন। পরে বারেক মাদবর, আলমাস ও মকবুল তাঁকে থামান। এ সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, আব্দুল্লাহপুর স্ট্যান্ডে পেলে তিনি আমাকে মেরে ফেলবেন। এ ঘটনায় আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেছি।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ