দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩ ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কার্যালয় ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
১৩ ইউপিতে চেয়ারম্যান
পদে নির্বাচন কমিশন থেকে নির্ধারিত প্রতীকসহ মোট ৬০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
একই সময়ে ১৩ ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের ৪৯৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ১৬৫ জন নারী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যেসব প্রতীক চেয়ে একাধিক প্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটারের সংখ্যা দুই লাখ ২৭ হাজার ২৬৫ জন।