হোম > ছাপা সংস্করণ

গরমে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই গরমে ম্যাট লিপস্টিকই ভরসা। আশার কথা, ঠোঁটে ম্যাট লিপস্টিকের স্থায়িত্ব তুলনামূলক দীর্ঘ। তা ছাড়া গরমের দিনে ঠোঁটে গ্লসি লিপস্টিকের চেয়ে ম্যাট লিপস্টিক লাগালে দেখতেও ভালো লাগে। তবে সারা দিন বাইরে কাটাতে হলে, ঠোঁটে এই লিপস্টিকের স্থায়িত্ব আরও বাড়াতে হলে একটু কসরত করতেই হবে।

স্ক্র‍্যাব

ঠোঁটে মরা কোষ জমলে সবচেয়ে সুন্দর লিপস্টিকটি লাগালেও ভালো দেখাবে না। তাই ঠোঁট নিয়মিত স্ক্র‍্যাব করতে হবে। চিনি ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগিয়ে আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এতে মরা কোষ উঠে আসবে। আর লিপস্টিক লাগালে পর ঠোঁট মসৃণ দেখাবে।

বেস তৈরি ও আউটলাইন

ঠোঁটে সরাসরি লিপস্টিক না লাগিয়ে আগে বেস করে নিলে ভালো হয়। এ জন্য ফাউন্ডেশন অল্প পরিমাণে ঠোঁটে লাগিয়ে বেস করে নেওয়া যায়। এরপর যে রঙের লিপস্টিক লাগাবেন, সেই রঙের লিপ লাইনার দিয়ে আউটলাইন করে ও পুরো ঠোঁট পূর্ণ করে নিন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে।

লিপস্টিক

এই গরমে ন্য়ুড শেড, পিচ, গোলাপি রঙের লিপস্টিক দিনের বেলায় ঠোঁটে বুলিয়ে নিতে পারেন। রাতের জমকালো অনুষ্ঠানে মেরুন, খয়েরি, বেগুনি রঙের লিপস্টিক লাগানো যেতে পারে।

পাউডার বুলিয়ে নিন

লিপস্টিক লাগানোর পর তা দীর্ঘস্থায়ী করতে প্রথমে একটা টিস্য়ু ভাঁজ করে ঠোঁটের মাঝখানে রেখে চেপে নিলে বাড়তি রং উঠে আসবে। এরপর ঠোঁটের ওপর খুব সামান্য় পরিমাণে ট্যালকম পাউডার বুলিয়ে নিলে লিপস্টিক আর ছড়াবে না, ঠোঁটে সুন্দরভাবে বসে যাবে।

সূত্র: ভোগ ও ম্যাক্স ফ্যাক্টর

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ